৪৯১
ঢাকা, ০৪ মে ২০২১: প্রাণঘাতী মহামারি করোনাভাইরাস চলাকালীন সময়ে মানবিক সহযোগিতার দিক বিবেচনায় কর্মহীন অসহায় ও দুস্থ মানুষের মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিতের মাধ্যমে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এর নির্দেশক্রমে সেনাসদর, এজি’র শাখা, পিএস পরিদপ্তর এর সার্বিক তত্ত্বাবধানে আজ মঙ্গলবার (০৪-০৫-২০২১) ঢাকা ক্যান্টনমেন্ট সংলগ্ন আশেপাশের এলাকায় ত্রান সামগ্রী বিতরণ করেছে আর্মি এমপি ইউনিট।
আর্মি এমপি ইউনিট এর সদস্যগণ বনানী, ক্যান্টনমেন্ট রেল স্টেশন এবং ভাষানটেক এলাকার ১০০টি অসহায় ও কর্মহীন দুস্থ পরিবারের মধ্যে ত্রান সহায়তা প্রদান করে। উক্ত ত্রান বিতরণ অনুষ্ঠানে আর্মি মিলিটারি পুলিশের অধিনায়কসহ সংশ্লিষ্ট সকলে উপস্থিত ছিলেন।