৩৭০
ঢাকা, ১২ অক্টোবর : আগামি ১৪ অক্টোবর ২০২৩/২৯ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ শনিবার বলয়গ্রাস সূর্য গ্রহণ ঘটবে। গ্রহণটির বিবরণ নিম্মে প্রদান করা হলোঃ
পর্যায় | তারিখ | সময় (বিএসটি) | ||
ঘণ্টা | মিনিট | সেকেন্ড | ||
গ্রহণ শুরু | ১৪-১০-২০২৩ | ২১ | ০৩ | ৫৪ |
কেন্দ্রীয় গ্রহণ শুরু | ১৪-১০-২০২৩ | ২২ | ১৪ | ২৪ |
সর্বোচ্চ গ্রহণ | ১৪-১০-২০২৩ | ২৩ | ৫৯ | ৩০ |
কেন্দ্রীয় গ্রহণ শেষ | ১৫-১০-২০২৩ | ০১ | ৪৬ | ৪৮ |
গ্রহণ শেষ | ১৫-১০-২০২৩ | ০২ | ৫৫ | ১২ |
উল্লেখ্য যে, বাংলাদেশে গ্রহণটি দেখা যাবে না।
দৃশ্যমান এলাকা: উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা, দক্ষিণ আমেরিকা, উত্তর আফ্রিকা, আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সূর্যগ্রহণটি দৃশ্যমান হবে।
গ্রহণটির কেন্দ্রীয় গতিপথ | ||||||
---|---|---|---|---|---|---|
স্থান | পর্যায় | তারিখ | স্থানীয় সময় (এলএমটি) | সর্বোচ্চ মাত্রা | ||
ঘঃ | মিঃ | সেঃ | ||||
যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট হতে পূর্ব দিকে উত্তরপ্রশান্ত মহাসাগরে | গ্রহণ শুরু | ১৪-১০-২০২৩ | ০৬ | ১৫ | ১০ | – |
যুক্তরাষ্ট্রের কোডিয়াক আইল্যান্ড হতে দক্ষিণ-পূর্বদিকে উত্তর প্রশান্ত মহাসাগরে | কেন্দ্রীয় গ্রহণ শুরু | ১৪-১০-২০২৩ | ০৬ | ২৪ | ৪৩ | — |
নিকাগুয়ার মানকি পয়েন্ট হতে দক্ষিণ-পূর্ব দিকেক্যারিবিয়ান সাগরে | সর্বোচ্চ গ্রহণ | ১৪-১০-২০২৩ | ১২ | ২৭ | ০৪ | ০.৯৫১ |
ব্রাজিলের ন্যাটাল শহর হতে পূর্ব দিকে দক্ষিণআটলান্টিক মহাসাগরে | কেন্দ্রীয় গ্রহণ শেষ | ১৪-১০-২০২৩ | ১৭ | ৪৯ | ১৬ | – |
ব্রাজিলের বাহিয়ার রাজ্যের জাবোরান্দি শহরে | গ্রহণ শেষ | ১৪-১০-২০২৩ ১৭ ৫৪ ১২ | ১৭ | ৫৪ | ১২ | – |