২৩২
ঢাকা,১৯ জানুয়ারি ২০১৯: আগামী ২১-০১-২০১৯ খ্রিঃ (০৮-১০-১৪২৫ বঙ্গাব্দ) সোমবার পূর্ণ চন্দ্র গ্রহণ ঘটবে। ঐদিন ০৮টা ৩৬ মিনিট ৩০ সেকেন্ড বিএসটিতে গ্রহণটি শুরু হয়ে ১৩টা ৪৮ মিনিট বিএসটিতে গ্রহণ শেষ হবে। ১১টা ১২ মিনিট ১৬ সেকেন্ড বিএসটিতে কেন্দ্রীয় গ্রহণ ঘটবে। গ্রহণটির সর্বো”চ মাত্রা হবে১.১৯৫৩। বাংলাদেশে গ্রহণটি দেখা যাবে না। তবে, উত্তর ও দক্ষিণ আমেরিকায় গ্রহনটি পুরোপুরি ভাবে এবং পশ্চিম ইউরোপ ও উত্তর-পশ্চিম আফ্রিকার কিছু ¯’ানে আংশিক ভাবেদেখা যাবে। বিস্তারিত বিবরণ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট www.bmd.gov.bd/eclipse -এ দেয়া আছে।