১৮০
ঢাকা, ০৮ জানুয়ারি: আগামী ১০-০১-২০২০ খ্রিঃ (২৬-০৯-১৪২৬ বঙ্গাব্দ) শুক্রবার চাঁদের উপচ্ছায়া গ্রহণ ঘটবে। গ্রহণটি ঐদিন বাংলাদেশ সময় রাত ১১টা ০৭ মিনিট ৪৫ সেকেন্ডে শুরু হয়ে আগামী ১১-০১-২০২০ খ্রিঃ এর ভোররাত ৩টা ১২ মিনিট ২৪ সেকেন্ডে শেষ হবে। আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশে গ্রহণটি দেখা যাবে। বিস্তারিত বিবরণের জন্য www.bmd.gov.bd/astronomy/eclipse দেখুন।