ঢাকা, ফেব্রুয়ারি ২৪ : আজ শনিবার (২৪-০২-২০১৮) ঢাকা ক্যান্টনমেন্টের প্রাণকেন্দ্রে অবস্থিত আদমজী ক্যান্টনমেন্ট কলেজ প্রাঙ্গণে তিন দিন ব্যাপী এসিসি কার্নিভাল-২০১৮ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এসিসি কার্নিভাল-২০১৮ এর সমাপনী দিবসে প্রধান অতিথি হিসেবে সেনাসদরের পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের প্রধান সমন্বয়ক ও কনস্ট্রাকশন সুপারভিশন কনসালট্যান্ট মেজর জেনারেল আবু সাঈদ মোঃ মাসুদ উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে এ ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শামসুর রহমান, এনডিসি, পিএসসি, কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমেদ আলী, পিবিজিএম, এনডিসি, ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন কলেজের অধ্যক্ষবৃন্দ, অভিভাবকমন্ডলী, শিক্ষার্থীসহ প্রায় ৬০০০ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত কার্নিভালে বিজ্ঞান মেলা, বিজনেস আইডিয়া মেলা, আইটি মেলা, বিষয়ভিত্তিক অলিম্পিয়াড প্রতিযোগিতা, ফটোগ্রাফি প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা ও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রতিযোগিতায় ঢাকা মহানগরীর স্বনামধন্য প্রায় ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। শিক্ষার্থীদের মেধা বিকাশের ক্ষেত্রে এ ধরনের অনুষ্ঠান আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।
উল্লেখ্য, এ প্রতিযোগিতা গত ২২ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে শুরু হয় ।