ঢাকা, ১৯ জুলাই ২০১৮:- ঢাকা সেনানিবাসস্থ আদমজী ক্যান্টনমেন্ট কলেজ এর ২০১৮ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ১৯ জুলাই ২০১৮ তারিখে প্রকাশিত হয়েছে। বিগত বছরগুলোর ন্যায় এবছরেও আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীরা কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে। এ বছর অত্র কলেজ হতে সর্বমোট ২৩৯৪ জন শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। কলেজের সার্বিক পাশের হার ৯৯.৯৬% এবং সর্বমোট ১২৯৭ জন শিক্ষার্থী জিপিএ ৫.০০ অর্জন করতে সক্ষম হয়েছে। বিজ্ঞান বিভাগ হতে সর্বমোট ১৬৫৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে জিপিএ ৫.০০ পেয়েছে ১২১৯ জন। ব্যবসায় শিক্ষা বিভাগ হতে ৫৫৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে জিপিএ ৫.০০ পেয়েছে ৬৭ জন এবং মানবিক বিভাগ হতে ১৮২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে জিপিএ ৫.০০ পেয়েছে ১১ জন। ফলাফল প্রকাশের দিন কলেজ ক্যাম্পাসে পরীক্ষায় কাঙ্খিত ফলাফল অর্জনকারী উৎফুল্ল শিক্ষার্থীদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এ সফলতার জন্য কলেজের মূলমন্ত্র: শিক্ষা-শৃঙ্খলা- নৈতিকতা এবং শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকামন্ডলীর আন্তরিক সহযোগিতা ও নিবিড় তত্ত্বাবধান মূল প্রেরণা হিসেবে কাজ করেছে। এখানে উল্লেখ্য যে, ২০১৭ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় অত্র কলেজ থেকে জিপিএ ৫.০০ প্রাপ্তির সংখ্যা ছিল ১১২৫ জন যা সমগ্র দেশে দ্বিতীয় সর্বোচ্চ । এছাড়াও ২০১৮ সালের জাতীয় শিক্ষা সপ্তাহে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা মহানগরীর শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছে। শিক্ষা-শৃঙ্খলা- নৈতিকতা এই মূলমন্ত্রের আলোকে অত্র কলেজের প্রতিটি শিক্ষার্থীকে দেশের জন্য সুনাগরিক হিসেবে গড়ে তোলাই এ কলেজের লক্ষ্য।
আদমজী ক্যান্টনমেন্ট কলেজের এইচএসসি-২০১৮ এর অসাধারন ফলাফল
২১০