ঢাকা, ১২ মে ২০১৬:- আন্তঃবাহিনী কাবাডি প্রতিযোগিতা ২০১৬ আজ বৃহস্পতিবার (১২-৫-২০১৬) বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে ঢাকা সেনানিবাসস্থ আর্মি স্পোর্টস কমপ্লেক্সের মাল্টি পারপাস সেডে সমাপ্ত হয়েছে। এ প্রতিযোগিতায় বাংলাদেশ সেনা ও নৌ বাহিনী কাবাডি দল যৌথভাবে চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ খেলোয়াড় বিবেচিত হন নৌ বাহিনীর পিও (মিউজ) মোঃ আরদুজ্জামান।
অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন ও প্রশিক্ষণ) এয়ার ভাইস মার্শাল এম নাইম হাসান (Air Vice Marshal M Naim Hassan) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
উক্ত প্রতিযোগিতায় সেনা, নৌ এবং বিমান বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন। এ প্রতিযোগিতা লীগ পদ্ধতিতে পরিচালিত হয়। সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী সেনা ও নৌবাহিনী কাবাডি দলের মধ্যে চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সকল দলের খেলোয়ার ছাড়াও তিন বাহিনীর অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার ও অন্যান্য পদবির সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন।