২০৬
ঢাকা, ০৩ এপ্রিল ঃ- আন্তঃবাহিনী ক্বিরাত ও আযান প্রতিযোগিতা আজ মঙ্গলবার (০৩-০৪-২০১৮) বিমান বাহিনী ঘাঁটি বাশারের কেন্দ্রীয় মসজিদে শুরু হয়েছে। সেনা, নৌ ও বিমান বাহিনীর ৩০ জন সদস্য এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন।
আজ সকালে মেজর জেনারেল মোঃ আবু সাঈদ সিদ্দিক, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি, মাষ্টার জেনারেল অফ অর্ডন্যান্স, বাংলাদেশ সেনা বাহিনী ০৪ দিন ব্যাপি এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনী দিনে ক্বিরাত প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্দ্ধতন কর্মকর্তাসহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।