Home » আন্তঃ অঞ্চল সেনা সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত

আন্তঃ অঞ্চল সেনা সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত

Author: আইএসপিআর

ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৩: আন্তঃ অঞ্চল সেনা সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ বৃহস্পতিবার (১৪-০৯-২০২৩) ঢাকা সেনানিবাসের সেন্ট্রাল অর্ডন্যান্স ডেপো এর মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন, এসইউপি, এনডিইউ, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এই প্রতিযোগিতায় ১৪টি ইভেন্টে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন সেনা অঞ্চলের মোট ১৬টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় .ঘাটাইল অঞ্চল  দল চ্যাম্পিয়ন এবং যশোর অঞ্চল দল রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে।

সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ, ঢাকা সেনানিবাসের অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার ও অন্যান্য পদবির সৈনিকবৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর ২০২৩ তারিখ উক্ত প্রতিযোগিতার উদ্বোধন করেন জেনারেল অফিসার কমান্ডিং ও এরিয়া কমান্ডার, লজিস্টিকস্ এরিয়া মেজর জেনারেল মোঃ মঈন খান, এনডিসি, পিএসসি।

সম্পর্কিত পোস্ট