Home » আর্মি এভিয়েশন এর বেল-২০৬ হেলিকপ্টার এর ক্রাশ ল্যান্ডিং

আর্মি এভিয়েশন এর বেল-২০৬ হেলিকপ্টার এর ক্রাশ ল্যান্ডিং

Author: আইএসপিআর

ঢাকা, ২৭ জুলাই ২০২২: আর্মি এভিয়েশন এর একটি BELL-206 হেলিকপ্টার নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনার অংশ হিসেবে Emergency Landing Procedure অনুশীলন করার সময় যান্ত্রিক ত্রুটির কারণে আজ ২৭ জুলাই ২০২২ বুধবার দুপুর আনুমানিক ১৩০৫ ঘটিকায় ঢাকার নবাবগঞ্জ উপজেলার একটি জলাশয়ে জরুরী অবতরণকালে দুর্ঘটনা কবলিত হয়।

উভয় পাইলট লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল এবং মেজর শামস এর শারীরিক অবস্থা আশংকামুক্ত। তাদেরকে হেলিকপ্টারযোগে ঢাকা সিএমএইচ এ স্থানান্তর করা হয়েছে।

উক্ত এলাকা ও হেলিকপ্টার এর নিরাপত্তার জন্য স্থানীয় পুলিশ সহায়তা দিচ্ছে । এছাড়াও, পোস্তগোলা ও মাওয়া সেনানিবাস হতে নিরাপত্তা ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে ।

 

সম্পর্কিত পোস্ট