Home » ইসলামিক মিলিটারি কাউন্টার টেররিজম কোয়ালিশনের মহাসচিব এর বাংলাদেশ সফর

ইসলামিক মিলিটারি কাউন্টার টেররিজম কোয়ালিশনের মহাসচিব এর বাংলাদেশ সফর

Author: আইএসপিআর

ঢাকা, ১৬ নভেম্বর ২০১৮ঃ সৌদি আরবস্থা ইসলামিক মিলিটারি কাউন্টার টেররিজম কোয়ালিশন (ওগঈঞঈ) এর মহাসচিব, লেফটেনেন্ট জেনারেল আব্দুলএলাহ বিন ওসমান এন আলসালেহ তার ০৪ (চার) জন সফর সঙ্গীসহ ১২ নভে¤¦র হতে ১৫ নভে¤¦র ২০১৮ তারিখ পর্যন্ত বাংলাদেশ সফর করেন।

ঢাকাস্থা মিরপুর সেনানিবাসে অবস্থিাত ন্যাশনাল ডিফে›স কলেজ ও ডিফে›স সার্ভিসেস কমান্ড এবং ষ্টাফ কলেজে ওগঈঞঈ সংস্থাাটির কর্মপরিধি ও কর্মপরিল্পনা বিষয়ক বক্তৃতা প্রদান ছিল উক্ত সফরের মূল উদ্দেশ্য। সফরকালীন সময়ে সফরকারি দল পররাষ্ট্র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রি›িসপাল ষ্টাফ অফিসার ও অন্যান্য উ”চ পদস্থা সামরিক কর্মকর্তাবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতকালে ওগঈঞঈ এর মহাসচিব, ওগঈঞঈ এর সাথে বাংলাদেশের যৌথ সহযোগীতা সম্পর্কিত বিষয়াদি নিয়ে আলোচনা করেন এবং সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশ সরকারের কঠোর অবস্থাানের ভূয়সি প্রশংসা করেন। এ প্রেক্ষিতে, তিনি সন্ত্রাসবাদ মোকাবেলায় ভবিষ্যতে বাংলাদেশ সরকারের সাথে উক্ত সংস্থাার সুদৃঢ় সম্পর্ক স্থাাপনের আশাবাদ ব্যক্ত করেন।

উক্ত প্রতিনিধি দল সফর শেষে ১৫ নভে¤¦র ২০১৮ তারিখ সন্ধ্যা ০৬.৩০ মিনিটে বাংলাদেশ হতে সৌদি আরব প্রত্যাবর্তন করেন।

সম্পর্কিত পোস্ট