Home » এএফএমসি’র কমান্ড্যান্টের সাথে ভুটানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাত

এএফএমসি’র কমান্ড্যান্টের সাথে ভুটানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাত

Author: আইএসপিআর

ঢাকা, ২৮ মার্চ ২০১৯ ঃ- ঢাকা সেনানিবাসস্থ আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের (এএফএমসি) কমান্ড্যান্ট মেজর জেনারেল মোঃ মাহবুবুর রহমান, এমএমএড, এমসিপিএস, ডিপিএইচ, এর সাথে আজ বৃহস্পতিবার (২৮-৩-২০১৯) বাংলাদেশে নিযুক্ত ভুটান এর রাষ্ট্রদূত এইচ ই সোনাম টবডেন রাবগী (H.E Mr. Sonam Tobden Rabgye) সৌজন্য সাক্ষাৎ করেন ।

সাক্ষাৎকালে ভুটানের রাষ্ট্রদূত আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজে ভুটানি ছাত্র/ছাত্রী ভর্তির কোটা বৃদ্ধির অনুরোধ করেন। যদি অন্যান্য রাষ্ট্র যেমন ইউএসএ, ইউকে তাদের ছাত্র/ছাত্রী কম ভর্তি করে সে ক্ষেত্রে শূন্য আসনে ভুটান এর অনুকুলে অধিক ছাত্র-ছাত্রী ভর্তি করার সম্ভাবনা হতে পারে বলে কমান্ড্যান্ট মত পোষন করেন।

রাষ্ট্রদূত জানান, আগামী এপ্রিল ২০১৯ মাসে ভুটানের প্রধান মন্ত্রী বাংলাদেশ সফর করবেন এবং বাংলাদেশ হতে অধিক সংখ্যক বিশেষজ্ঞ চিকিৎসক ভুটানে প্রেরণের বিষয়ে আলোচনা করবেন বলে আশা করা যায়। এছাড়া, ২০১৪ সালের ন্যায় ভুটানের থিম্পুতে অবস্থিত রেফারেল হাসপাতাল সহ অন্যান্য স্বাস্থ্য সেবা সমূহ পরিদর্শনের জন্য এএফএমসি প্রতিনিধি দল প্রেরণের বিষয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়।

সম্পর্কিত পোস্ট