Home » এনডিসি-জেনিক কাপ গল্ফ টুর্নামেন্ট- ২০২৩ অনুষ্ঠিত

এনডিসি-জেনিক কাপ গল্ফ টুর্নামেন্ট- ২০২৩ অনুষ্ঠিত

Author: আইএসপিআর

ঢাকা, ১১ মার্চ ২০২৩ : এনডিসি-জেনিক কাপ গল্ফ টুর্নামেন্ট-২০২৩ আজ শনিবার (১১-০৩-২০২৩) আর্মি গল্ফ ক্লাবে অনুষ্ঠিত হয়। আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, এমপি (জেনিক ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী) এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ এর কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মো: আকবর হোসেন, এসবিপি, বিএসপি, এসইউপি (বার), এএফডবিøউসি, পিএসসি, জি+, পিএইচডি উক্ত গল্ফ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন।

উক্ত গল্ফ টুর্নামেন্টে এনডিসিসহ বিভিন্ন বন্ধু প্রতীম দেশের সর্বমোট ৫৪ জন গল্ফার অংশগ্রহণ করেন। ন্যাশনাল ডিফেন্স কলেজ কর্তৃক আয়োজিত গল্ফ টুর্নামেন্টটির অফিসিয়াল স্পন্সর জেনিক ইন্টারন্যাশনাল। টুর্নামেন্ট শেষে একই দিন মিরপুর সেনানিবাসস্থ ডিএসসিএসসি’র শেখ হাসিনা কমপ্লেক্স-এ পুরস্কার বিতরণী এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে গল্ফারগণ ছাড়াও এনডিসি এবং এএফডবিøউসি ২০২৩ এর সকল কোর্স মেম্বারগণ, কলেজের অনুষদ সদস্যবৃন্দ ও স্টাফ অফিসারগণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট