২৩৪
ঢাকা, ২২ জুলাই ২০১৮ ঃ মিরপর সেনানিবাসস্থ এমআইএসটি-তে ডাইরেক্টরেট অব স্টুডেন্ট ওয়েল ফেয়ার এর তত্ত্বাবধানে ড: মেহতাব খানমের মোটিভেশন লেকচার রবিবার (২২-০৭-২০১৮) অনুষ্ঠিত হয়।
“ছাত্রজীবনে মানসিক উদ্বেগ নিয়ন্ত্রন করে পড়াশুনায় অধিক মনোযোগের মাধ্যমে একজন ছাত্র/ছাত্রী কিভাবে তার অভীষ্ট লক্ষ্যে পৌছাতে পারে”-শীর্ষক বিষয়ের উপর মোটিভেশন লেকচারের আয়োজন করা হয়েছে। উক্ত বিষয়ে, ছাত্র/ছাত্রীদের জন্য ২২, ২৪ ও ২৬ জুলাই ২০১৮ তারিখে লেকচার অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানে ছাত্র/ছাত্রীরা ব্যক্তিগত জীবনে মানসিক উদ্বেগ কাটিয়ে শিক্ষাগত উৎকর্ষতা লাভ করে কিভাবে দেশ ও সমাজের প্রতি তাদের দায়িত্ব পালন করতে পারবে তার উপর আলোকপাত করা হবে।