Home » এমজি লেডি ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট উদ্বোধন

এমজি লেডি ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট উদ্বোধন

Author: আইএসপিআর

ঢাকা, ০৭ জানুয়ারি ২০২২ ঃ- ঢাকা সেনানিবাসস্থ কুর্মিটোলা গলফ ক্লাবে আজ, শুক্রবার (০৭-০১-২০২২) তিন দিন ব্যাপী এমজি লেডি ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট ২০২২ কুর্মিটোলা গলফ কোর্সে শুরু হয়েছে। কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও এরিয়া কমান্ডার, লজিষ্টিক্স এরিয়া মেজর জেনারেল মোঃ জহিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আজ সকালে গত ০৫ জানুয়ারি ২০২২ থেকে শুরু হওয়া এই টুর্ণামেন্টের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী সম্মানিত সদস্যগণ ছাড়াও কুর্মিটোলা গলফ ক্লাবের ক্লাব ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোঃ রফিকুল ইসলাম, লেডি ক্যাপ্টেন মিসেস মাহমুদা চৌধুরী, টুর্ণামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অবঃ), ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জিএসএম হামিদুর রহমান (অবঃ), ক্লাবের জেনারেল ম্যানেজার, গলফ অপারেশন্স লেফটেন্যান্ট কর্ণেল এম এম গোলাম মোহায়মেন (অবঃ), র‌্যানকন (RANCON) এর গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক জনাব রোমো রউফ চৌধুরী ও উক্ত সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট