২২৮
ঢাকা, ২৬ এপ্রিল ২০২২: পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকা সেনানিবাসস্থ এসএফসি (আর্মি) কার্যালয়ে আজ মঙ্গলবার (২৬-০৪-২০২২) ইফতার ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে এ কার্যালয়ের এসএফসি (আর্মি) জনাব মোহাম্মদ গোলাম ছরওয়ার ভূঁঞা সভাপতিত্ব করেন এবং এ কার্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। এসএফসি (আর্মি) সংক্ষিপ্ত আলোচনায় বলেন, মহান আল্লাহর নৈকট্য এবং তাকওয়া অর্জনের অর্পূব সুযোগ এনে দেয় পবিত্র রমজান মাস। সিয়াম সাধনা ধনী-গরিব সকলের মাঝে পারস্পরিক সহমর্মিতা, সম্পৃতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করে। উক্ত মাহফিলে সকল কর্মকর্তা/কর্মচারী ও দেশবাসীর কল্যাণ, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।