২৪৯
ঢাকা, ১১ জুলাই ২০২১ঃ করোনা মোকাবেলায় বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নারায়ণগঞ্জ ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড এর পক্ষ থেকে স্থানীয় ৯০০ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। আজ রবিবার (১১-০৭-২০২১) নারায়ণগঞ্জ ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড এর ডিজিএম (এডমিন) কমান্ডার এম নাজমুল ইসলাম ডকইয়ার্ডের নিজস্ব বিদ্যালয় প্রাঙ্গণে নারায়াণগঞ্জের স্থানীয় অসহায় ও দুঃস্থ ১৫০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন।
এসময় উক্ত প্রতিষ্ঠানে কর্মরত ৭৫০ জন কর্মচারী ও শ্রমিকদের মাঝেও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে চাল, ডাল, আলু, পেঁয়াজ ও তেল প্রদান করা হয়।