ঢাকা, ১০ মেঃ- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা ও ঐকান্তিক প্রচেষ্টায় বর্তমান সরকার বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নে অত্যন্ত সচেষ্ট। তারই ধারাবাহিকতায়, যুক্তরাষ্ট্রের তৈরী অত্যাধুনিক ০৫টি সি-১৩০জে পরিবহন বিমান যুক্তরাজ্যের রয়েল এয়ার ফোর্সের সাথে ক্রয় চুক্তি এবং মার্শাল এ্যারোস্পেস এন্ড ডিফেন্স গ্রুপ এর সাথে রক্ষণাবেক্ষণ চুক্তির মাধ্যমে বিমান বাহিনীতে সংযোজনের কার্যক্রম চলমান রয়েছে। উক্ত বিমানগুলোর মধ্যে দ্বিতীয় সি-১৩০জে বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর নিজস্ব ক্রুদের মাধ্যমে যুক্তরাজ্য হতে দেশে আনতে রবিবার (১০-০৫-২০২০) বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় বিমান বাহিনীর ১৫ জন এয়ার ক্রু বাংলাদেশ বিমানের একটি চ্যাটার্ড ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। এই মিশনের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন শান্তনু চৌধুরী, জিডি(পি)। উক্ত মিশন সুসম্পন্ন করার জন্য বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
বিমান বাহিনীর এয়ার ক্রু দের পাশাপাশি বিমান বাহিনীর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে বাংলাদেশ বিমানের উক্ত চ্যাটার্ড ফ্লাইটের মাধ্যমে করোনাভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতিতে বাংলাদেশে আটকেপড়া যুক্তরাজ্যে গমনে ইচ্ছুক ব্যক্তিদের সেদেশে পাঠানোর ব্যবস্থা করা হয়। শুধু তাই নয়, যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার H. E. Ms. Saida Muna Tasneem এর সহযোগীতায় উক্ত বিমানেই যুক্তরাজ্যে আটকেপড়া প্রবাসী বাংলাদেশীদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়। উল্লেখ্য যে, করোনাভাইরাস প্রতিরোধকল্পে বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত নীতিমালা অনুসরন করে বাংলাদেশ বিমান বাহিনী বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে।
ক্রয়কৃত সি-১৩০জে পরিবহন বিমান আনতে বিমান বাহিনীর ক্রুদের যুক্তরাজ্যে গমন
৩৫৭
Before Post