খুলনা, ২৫ অক্টোবর ২০১৮ঃ খুলনা নৌ অঞ্চলে কর্মরত সকলস্তরের কর্মকর্তা ও নৌ সদস্যদের আয়কর বিষয়ক সম্যকজ্ঞান এবং কর প্রদানে সহযোগিতার উদ্দেশ্যে কমান্ডার খুলনা নেভাল এরিয়া এর সার্বিক তত্ত্বাবধানে আয়কর বিভাগ খুলনা কর্তৃক খালিশপুরস্থা বানৌজা তিতুমীরে মাল্টিপারপাস হলে বৃহস্পতিবার (২৫-১০-২০১৮) একটি আয়কর ওয়ার্কশপের আয়োজন করা হয়। উক্ত ওয়ার্কশপে অধিনায়ক বানৌজা শের-ই-বাংলা কমডোর এম শাহজাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিাত ছিলেন। এছাড়া, খুলনা নৌঅঞ্চলের সকল নৌ কর্মকর্তা ও সদস্যগণ, খুলনার কর কমিশনারসহ অন্যান্য কর্মকর্তা এবং ট্রাষ্ট ব্যাংকের কর্মকর্তাগণ উপস্থিাত ছিলেন।
জাতীয় রাজস্ব বিভাগের সরাসরি কর আদায় আয়কর-এর একটি গুরুত্বপূর্ণ অংশ। জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী মাসিক মূল বেতন টাকা= ১৬,০০০/- বা তদুর্দ্ধ সংশ্লিষ্ট সকল সরকারী কর্মকর্তা, কর্মচারী ও নৌ সদস্যদের বাধ্যতামূলকভাবে আয়কর রিটার্ন দাখিল করতে হয়। প্রতিবছর আয়কর প্রদানে সরকার জনগণকে উদ্বুদ্ধ করে থাকে। দেশ গঠন, আর্থসামাজিক অবস্থাার উন্নয়নসহ নানাবিধ উন্নয়নমূলক কর্মসূচিতে আয়করের ভূমিকা বিবেচনায় কমান্ডার খুলনা নেভাল এরিয়া সকল নৌ সদস্যদের জন্য আয়কর ওয়ার্কশপের আয়োজন করেন। উক্ত আয়কর ওয়ার্কশপে আয়কর প্রদান উদ্ধুদ্বকরণে আলোচনা, ভিডিও টিউটোরিয়াল প্রদর্শন, ই-টিআইএন রেজিষ্ট্রেশন, আয়কর রিটার্ন দাখিলসহ নানাবিধ কর্মসূচি অন্তর্ভুক্ত ছিল।