ঢাকা,জানুয়ারি ০৮ঃ- বাংলাদেশ বিমান বাহিনী নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে নাইটভিশন প্রযুক্তির মাধ্যমে রাত্রিকালীন উড্ডয়ন পরিচালনা করে থাকে। এবারই প্রথম বারের মত বাংলাদেশ বিমান বাহিনী ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বৃহস্পতিবার (০৭-০১-২০২১) রাতে এমআই-১৭এসএইচ হেলিকপ্টারের মাধ্যমে নাইট ভিশন প্রযুক্তির সাহায্যে মেডিকেল ইভাকুয়েশন (MEDEVAC) মিশন সম্পন্ন করে। বাংলাদেশ বিমান বাহিনী কন্টিনজেন্ট ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গো এর বুনিয়া থেকে দূরবর্তী BAYOO নামক দুর্গম ক্যাম্প থেকে এই মেডিকেল ইভাকুয়েশন (MEDEVAC) মিশন পরিচালনা করা হয়। উল্লেখ্য যে, কঙ্গো প্রজাতন্ত্রের একজন FARDC সৈন্যের ব্যবহৃত অস্ত্রের বুলেটের আঘাতে নিজেই গুরুতরভাবে আহত হলে জরুরী ভিত্তিতে তাকে চিকিৎসা সেবা প্রদানের জন্য এই মেডিকেল ইভাকুয়েশন (MEDEVAC) মিশন পরিচালনা করা হয়। সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে (সূর্যাস্তের ৫০ মিনিট পর) বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন আব্বাস জিডি (পি) এর নেতৃত্বে এয়ার ক্রুদের একটি টিম বাংলাদেশ বিমান বাহিনীর এমআই-১৭এসএইচ হেলিকপ্টার নিয়ে গন্তব্যের উদ্দেশে উড্ডয়ন করেন এবং মিশনটি সফলভাবে সম্পন্ন্ করে রাত ৭টা ৫৫ মিনিটে ফিওে আসে। এই মিশন সুসম্পন্ন করার জন্য জাতিসংঘ কর্তৃক বাংলাদেশ বিমান বাহিনীর পেশাদায়িত্বকে ভূয়সী প্রশংসা করা হয় যা টুইটার (https://mobile.twitter.com/MonuscoF/status/1347131677919895553) সহ অন্যান্য গণমাধামে প্রচার করা হয়। উল্লেখ্য, গ্রুপ ক্যাপ্টেন আবু সাঈদ মেহবুব খান জিডি (পি) এর নেতৃত্বে বাংলাদেশ বিমান বাহিনীর কন্টিনজেন্ট ব্যান এয়ার-১৮ ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত আছে।