Home » ঘাটাইলে সেনাবাহিনী প্রধানের অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

ঘাটাইলে সেনাবাহিনী প্রধানের অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

Author: আইএসপিআর

ঢাকা, ১২ জানুয়ারি ২০২১ (মঙ্গলবার)ঃ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, এসবিপি (বার), বিএসপি, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি, আজ মঙ্গলবার (১২-১-২০২১) ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইল অঞ্চল পরিদর্শনকালে এলাকার অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় তিনি ঘাটাইল এলাকার সাধারণ মানুষের জন্য সেনাবাহিনীর পরিচালিত চিকিৎসা সেবা কার্যক্রমও পরিদর্শন করেন। পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধানের সাথে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার, ঘাটাইল এরিয়া মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, এডব্লিউসি, পিএসসি উপস্থিত ছিলেন।
‘সমরে আমরা, শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশেরতরে’ এই মূলমন্ত্রে দীক্ষিত দেশ মাতৃকার সেবায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনী কোভিড-১৯ এর চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রতিবছরের ন্যায় এবারও শীতকালীন প্রশিক্ষণে অংশগ্রহণ করছে। সেনাবাহিনী প্রধানের নির্দেশে প্রতিবছরের ন্যায় এবারও দেশপ্রেমিক সেনাবাহিনী শীতকালীন প্রশিক্ষণ চলাকালীন দেশের প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম পরিচালনা এবং শীতবস্ত্র বিতরণ করছে। বাংলাদেশ সেনাবাহিনীর দেশ সেবা ও মানব কল্যাণমূলক কার্যক্রমে জনমনে আস্থা ও স্বতঃস্ফূর্ত তার প্রতিফলন ঘটছে বলে প্রতিয়মান হয়।

সম্পর্কিত পোস্ট