Home » চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ডুবে যাওয়া নিখোঁজ ২ জনের মৃতদেহ উদ্ধার করেছে নৌবাহিনীর সোয়াডস

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ডুবে যাওয়া নিখোঁজ ২ জনের মৃতদেহ উদ্ধার করেছে নৌবাহিনীর সোয়াডস

Author: আইএসপিআর

ঢাকা, ০৯ এপ্রিল ২০১৯ঃ কর্ণফুলী নদীর সল্টগোলা ক্রসিং এলাকায় নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ ২ জনের মৃতদেহ উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনীর বিশেষায়িত দল সোয়াডস।

উল্লেখ্য, গত ৭ এপ্রিল ২০১৯ তারিখ বিকেলে সল্টগোলা ক্রসিং এলাকায় ১৭ জন যাত্রীসহ একটি নৌকা ডুবে যায়। এতে ১৫ জন উদ্ধার হয় ও ২ জন নিখোঁজ ছিল। উক্ত নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে নৌবাহিনীর সোয়াডস ও ডুবুরী দল ঘটনার পর থেকে কর্ণফুলী নদীতে উদ্ধার তৎপরতা চালিয়ে আসছিল। পরবর্তীতে মঙ্গলবার (০৯-০৪-২০১৯) সকালে কর্ণফুলী নদী থেকে মৃতদেহ দুটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ব্যক্তিরা হলেন মাছ ব্যবসায়ী মোঃ আকবর হোসেন (৪০), পিতাঃ নূরুল ইসলাম, গ্রামঃ দক্ষিণ মধ্যম হালিশহর, চট্টগ্রাম এবং অপর জন সবজি ব্যবসায়ী মোঃ হানিফ (৩৮), পিতাঃ আবুল খালেক, গ্রামঃ ডাঙ্গারচর ৩ নং ওয়ার্ড, থানাঃ কর্ণফুলী, চট্টগ্রাম। উদ্ধারকৃত মৃতদেহ দুটি ইপিজেড থানায় হস্তান্তর করা হয়েছে।

 

সম্পর্কিত পোস্ট