চট্টগ্রাম, ২৭ অক্টোবর ২০১৯ঃ বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় পরিচালিত চট্টগ্রাম বোটক্লাবের ‘বার্ষিক সাধারণ সভা-২০১৯’ সিবিসি কনভেনশন সেন্টারে শনিবার (২৬-১০-২০১৯)
অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোট ক্লাবের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী। এছাড়া অন্যান্যের মধ্যে বোট ক্লাবের ব্যবস্থাপনা কমিটি ও সাব কমিটির সদস্য এবং নৌবাহিনীর উধর্¡তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় গত এক বছরে পরিচালিত চট্টগ্রাম বোট ক্লাবের সার্বিক কার্যক্রম তুলে ধরা হয় এবং ভবিষ্যত কর্মপরিকল্পনার বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। বার্ষিক সভা শেষে ক্লাবের সভাপতি ও নৌবাহিনী প্রধান এবং প্রেসিডেন্ট বিএনএফডব্লিউএ ক্লাবে নবনির্মিত একটি থ্রিডি সিনেপ্লেক্স, বারবিকিউ পয়েন্ট ও কিড্স জোন উদ্বোধন করেন। পরে স্বস্ত্রীক নৌপ্রধান বোট ক্লাবে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
চট্টগ্রাম বোটক্লাবের ‘বার্ষিক সাধারণ সভা-২০১৯’ অনুষ্ঠিত
১৮৫