২১৪
১৫ আগস্ট ২০২২: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ঢাকা সেনানিবাসের আশে পাশের দুস্থ, অসহায় ও গরিব জনসাধারণ এর মাঝে সেনাবাহিনী প্রধানের সহধর্মিনী ও সেনাবাহিনী লেডিস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক মিসেস নুরজাহান আহমেদ, এর পক্ষে ভারপ্রাপ্ত স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ, এনডিসি, পিএসসি কর্তৃক আজ সোমবার (১৫-০৮-২০২২) ঢাকা সেনানিবাসস্থ সেনাপল্লী ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুল প্রাঙ্গণে এক সহস্রাধিক রান্না করা প্যাকেট খাবার বিতরন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সামরিক ও অসামরিক কর্মকর্তাগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।