২৫৪
ঢাকা, ১২ সেপ্টেম্বর ২০২০ ( শনিবার): জাতিসংঘ শান্তিরক্ষী প্রেরণকারী দেশসমূহের মধ্যে বাংলাদেশ পুনরায় প্রথম স্থান অর্জন করেছে। গত ১৭ জুলাই ২০২০ তারিখে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এ ১৬০ জন জনবলের কিউআরএফ (কুইক রি-আ্যকশন ফোর্স) মোতায়েন এর মাধ্যমে পুনরায় বাংলাদেশ প্রথম স্থান অর্জন করল। বর্তমানে শান্তিরক্ষী মিশনে সৈন্য প্রেরণকারী দেশের সংখ্যা ১১৯। বাংলাদেশে সর্বমোট ৬৭৩১ জন শান্তিরক্ষী মোতায়েন করেছে। ৬৬৬২ জন শান্তিরক্ষী মোতায়েন করে ইথিওপিয়া দ্বিতীয় অবস্থানে রয়েছে। উল্লেখ্য, এই উপমহাদেশের ভারত (৫৩৫৩) এবং পাকিস্তান (৪৪৪০) যথাক্রমে ৫ম ও ৬ষ্ঠ অবস্থানে রয়েছে।