৩৯৮
ঢাকা, ০৯ আগস্ট ২০২৪ (শুক্রবার): আজ (০৯ আগস্ট ২০২৪) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস সহ অন্যান্য উপদেষ্টাগণ সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণকালীন তিন বাহিনী প্রধানগণসহ অন্যান্য সামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকশ দল সশস্ত্র সালাম প্রদান করেন। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সেখানে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।