ঢাকা, ০৬ ফেব্রæয়ারি ২০২০: মুজিব জন্মশত বার্ষিকী ২০২০ উপলক্ষে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ সশস্ত্র বাহিনীতে অংশগ্রহণকারী বাংলাদেশী জীবিত ব্রিটিশ সৈনিক এবং মৃত ব্রিটিশ সৈনিকের বিধবা স্ত্রীগণের মাঝে ইংল্যান্ডের রয়্যাল কমনওয়েলথ এক্স সার্ভিসেস লীগ (আরসিইএল) হতে প্রাপ্ত আর্থিক অনুদান এবং শীতবস্ত্র (কম্বল) বৃহস্পতিবার (০৬-২-২০২০) বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড, ঢাকা এর পক্ষ হতে বিতরণ করা হয়।
বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডের তত্ত¡াবধানে জেলা সশস্ত্র বাহিনী বোর্ড, ঢাকা কর্তৃক আয়োজিত মুজিব জন্মশত বার্ষিকী উৎযাপনের এ মহতী অনুষ্ঠানে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডের মহাপরিচালক বিএ-৩২৭৯ ব্রিগেডিয়ার জেনারেল মামুন মাহমুদ ফিরোজ চৌধুরী, এনডিসি, জি, অতিরিক্ত মহাপরিচালক বিএ-৪৭২৮ কর্নেল মোঃ হুসাইন রেজা, বিজিবিএম, পিএসসি, প্রশাসনিক কর্মকর্তা বিএ-৫৮৮৮ মেজর মোহাম্মদ শিমুলমাহমুদ ভুইয়া, পিএসসি এবং জেলা সশস্ত্র বাহিনী বোর্ড, ঢাকা এর সচিব বিএ-৪৪৮১ মেজর মশিউল আলম মাশুক, পিএসসি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মুজিব জন্মশত বার্ষিকী উৎযাপন অনুষ্ঠানের মাধ্যমে ঢাকা অঞ্চলে বসবাসরত ০১ জন জীবিত বাংলাদেশী ব্রিটিশ সৈনিক এবং ২২ জন মৃত ব্রিটিশ সৈনিকের বিধবা স্ত্রীগণের মাঝে আর্থিক অনুদান এবং শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। বর্তমানে সমগ্র বাংলাদেশে ৩৫ জন বাংলাদেশী ব্রিটিশ সৈনিক এবং ৩৫০ জন মৃত ব্রিটিশ সৈনিকের বিধবা স্ত্রী জীবিত রয়েছেন। আরসিইএল ফান্ড হতে প্রাপ্ত আর্থিক অনুদান জেলা সশস্ত্র বাহিনী বোর্ডের মাধ্যমে প্রত্যেক জীবিত বাংলাদেশী ব্রিটিশ সৈনিক এবং মৃত ব্রিটিশ সৈনিকের বিধবা স্ত্রীগণের মধ্যে নিয়মিত ভাবে বিতরণ করা হয়ে থাকে।