ঢাকা, ১১ জুন ২০১৬:- সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক (General Abu Belal Muhammad Shafiul Huq) শুক্রবার (১০-৬-২০১৬) শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শনের উদ্দেশ্যে সফররত ডি. আর. কঙ্গো এর বুনিয়াস্থ এ্যান্ড্রোমো সেনা ক্যাম্পের মার্টার স্কয়ারে (শহীদ সমাধি) পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এ সময় প্রতিনিধি দলের সদস্য সিএমটিডি’র কমান্ড্যান্ট, ওভারসিজ অপারেশন্স পরিদপ্তরের পরিচালক, ইএমই পরিদপ্তরের পরিচালক এবং মনুস্কতে বাংলাদেশ সেনাবাহিনীর কান্ট্রি সিনিয়র, ইতুরী ব্রিগেড কমান্ডার এবং ব্যানব্যাট-১/১৯ (২৬ ই বেংগল) এর কন্টিনজেন্ট কমান্ডার উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২৫ ফেব্র“য়ারি ২০০৫ সালে ব্যানব্যাট-২ (৫ বীর) এর ডমিনেশন পেট্রোল চলাকালীন মিলিশিয়া গ্র“পের এ্যাম্বুসে পড়ে ১ জন অফিসার, ১ জন জেসিও, ৭ জন অন্যান্য পদবীসহ মোট ৯ জন বাংলাদেশী শান্তিরক্ষী শহীদ হন। এছাড়াও আরো ৪ জন বাংলাদেশী শান্তিরক্ষী সদস্য শান্তিরক্ষা কার্যক্রমে আত্মোৎসর্গ করেন। শহীদদের স্মরণে ২০০৫ সালে ব্যানব্যাট-৩ (১১ বীর) কর্তৃক নির্মিত হয় মার্টার স্কয়ার (শহীদ সমাধি)।
ডি. আর. কঙ্গো সফররত ৬ সদস্যের প্রতিনিধি দলটি গত ০৮ জুন ২০১৬ তারিখে শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে এবং পরিদর্শন শেষে আগামী ১৫ জুন দেশে প্রত্যাবর্তনের কথা রয়েছে।