Home » নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল আওরঙ্গজেব চৌধুরীর টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন

নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল আওরঙ্গজেব চৌধুরীর টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন

Author: আইএসপিআর

ঢাকা ২৮, জানুয়ারি ২০১৯ঃ নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল আবু মোজাফ্ফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরী, এনবিপি, ওএসপি, বিসিজিএম, বিসিজিএমএস, এনডিসি, পিএসসি আজ সোমবার (২৮-০১-২০১৯) টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ (বিএনএফডব্লিউএ) এর প্রেসিডেন্ট ডাঃ আফরোজা আওরঙ্গজেব জাতির পিতার সমাধিতে পুস্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত সকলে জাতির পিতার রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন।

টুঙ্গিপাড়ায় অবস্থানকালে নৌপ্রধান জাতির পিতার স্থানীয় বাড়ি, জাদুঘর ও লাইব্রেরী পরিদর্শন করেন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। তাছাড়া, তিনি স্থানীয় লাইব্রেরীতে ‘বঙ্গবন্ধু’ ও ‘মুক্তিযুদ্ধ’ বিষয়ক ৯১টি বই প্রদান করেন। এ সময় খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার, বিএনএফডব্লিউ এ খুলনা শাখার চেয়ারম্যান এবং উচ্চ পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট