ঢাকা, ২৬ জুন ২০১৮ ঃ নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ (General Aziz Ahmed), বিজিবিএম, পিজিবিএম, বিজিবিএমএস, পিএসসি, জি আজ মঙ্গলবার (২৬-৬-২০১৮) জেনারেল পদবির র্যাংক ব্যাজ পরিধান করেন। গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ (Admiral Nizamuddin Ahmed) ও বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত (Air Marshal Masihuzzaman Serniabat) তাঁকে জেনারেল পদবির র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
এসময় মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অবঃ) তারিক আহমেদ সিদ্দিক (Major General (Retd.)Tarique Ahmed Siddique), মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, মাননীয় প্রধানমন্ত্রীর মূখ্য সচিব, সামরিক সচিব, প্রেস সচিবসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরে সেনাবাহিনী প্রধান শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সশস্ত্র বাহিনীর বীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এরপর সেনাকুঞ্জে সেনাবাহিনীর একটি চৌকস দল তাঁকে “গার্ড অব অনার’ প্রদান করে। তিনি সেখানে একটি গাছের চাঁরা রোপন করেন ।