Home » নবনিযুক্ত সেনা প্রধানের জাতীয় স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ

নবনিযুক্ত সেনা প্রধানের জাতীয় স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ

Author: আইএসপিআর

ঢাকা, ২৭ জুন ২০১৮ ঃ নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ (General Aziz Ahmed) আজ বুধবার (২৭-৬-২০১৮) সাভারে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি বীর শহীদদের সম্মানে সালাম প্রদান করেন। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয় এবং সেনাবাহিনীর একটি চৌকস দল “গার্ড অব অনার’ প্রদান করে।

পরে সেনা প্রধান টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিউগল বাজানো হয় এবং সেনাবাহিনীর একটি চৌকস দল “গার্ড অব অনার’ প্রদান করে। সেনাবাহিনী প্রধান বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ ই আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

 

সম্পর্কিত পোস্ট