Home » নৌবাহিনী কর্তৃক পদ¥া নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ২ জনের মৃতদেহ উদ্ধার

নৌবাহিনী কর্তৃক পদ¥া নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ২ জনের মৃতদেহ উদ্ধার

Author: আইএসপিআর

ঢাকা, ২২ ডিসে¤¦র ২০১৯ঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের অন্তরমোর এলাকায় পদ¥া নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ২ জনের মৃতদেহ উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনীর ডুবুরী দল।

উল্লেখ্য, গত ২১ ডিসে¤¦র ২০১৯ তারিখ পাবনা থেকে পাথর বোঝাই একটি ট্রলার রাজবাড়ীর সদর উপজেলার গোড়ার বাজার এলাকায় আসছিল। অন্তর মোড় এলাকায় আসার পর প্রবল স্রোত ও অতিরিক্ত পণ্য বোঝাই এর কারণে ট্রলারটি ১০ জন ব্যক্তিসহ ডুবে যায়। এসময় ৬ জন ব্যক্তি সাতরে তীরে উঠতে পরলেও ৪ জন নিখোঁজ থাকে। পরবর্তীতে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে খুলনা নৌঘাঁটি তিতুমীর হতে ৮ সদস্যের নৌবাহিনীর একটি ডুবুরী দল ঘটনাস্থলে পৌছে পদ¥া নদীতে উদ্ধার তৎপরতা চালায়। রবিবার (২২-১২-২০১৯) দুপুরে পদ¥া নদী থেকে ২ জনের মৃতদেহ উদ্ধার করে নৌবাহিনী ডুবুরী দল। উদ্ধারকৃত ব্যক্তিরা হলেন আবুল শেখের ছেলে আব্দুল শেখ (৩৫) এবং শাহজাহান শেখ এর ছেলে নূর জামাল শেখ (৩০)। তাদের দুই জনের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। উদ্ধারকৃত মৃতদেহ দুটি স্থানীয় গোয়ালন্দ থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট