ঢাকা, ০৯ মে ২০১৬: ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) এর আয়োজনে ‘‘সাইবার নিরাপত্তার চ্যালেঞ্জ ও সম্ভাবনা : বাংলাদেশ প্রেক্ষাপট’’ বিষয়ক সেমিনার আজ সোমবার (৯-৫-২০১৬) মিরপুর সেনানিবাসস্থ এনডিসি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক, এমপি সেমিনারে প্রধান অতিথি এবং বাংলাদেশে ফ্রান্সের রাষ্টদূত সোফি আওবার্ট বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি এ ধরণের একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সেমিনার আয়োজনের জন্য ন্যাশনাল ডিফেন্স কলেজকে ধন্যবাদ জ্ঞাপন করেন। ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী সেমিনারে প্রবন্ধ উপস্থাপনকারী ও আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানান।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যথাক্রমে লেঃ কর্ণেল মিশেল সাইমন্ড (ফ্রান্স দূতাবাস), ডঃ আহমেদ খুরশীদ (ভেরিফ্লো সিস্টেমন্স), জনাব মোহাম্মদ আলী (ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, পূবালী ব্যাংক লিঃ) জনাব শাফকাত মুনীর, (এসোসিয়েট রিসার্চ ফেলো বিআইপিএসএস), ব্রিগেডিয়ার জেনারেল এমদাদ-উল-বারী, (মহাপরিচালক, বিটিআরসি) এবং জনাব দেবদুলাল রায় (সিষ্টেমস ম্যানেজার, বাংলাদেশ ব্যাংক)। সেমিনারে সমন্বয়কের দায়িত্ব পালন করেন এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসেন।
সেমিনারে সুশীল সমাজের প্রতিনিধি, বুদ্ধিজীবি, উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়া ন্যাশনাল ডিফেন্স কলেজের ফ্যাকাল্টি, ষ্টাফ এবং সকল প্রশিক্ষণার্থীগণ সেমিনারে অংশগ্রহণ করেন।