Home » ন্যাশনাল ডিফেন্স কলেজ পরিচালিত ক্যাপস্টোন কোর্সের এলামনাই পূনর্মিলনী অনুষ্ঠিত

ন্যাশনাল ডিফেন্স কলেজ পরিচালিত ক্যাপস্টোন কোর্সের এলামনাই পূনর্মিলনী অনুষ্ঠিত

Author: আইএসপিআর

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি ঃ ন্যাশনাল ডিফেন্স কলেজ পরিচালিত ক্যাপস্টোন কোর্সের এলামনাই পূনর্মিলনী অনুষ্ঠান বৃহস্পতিবার (২৩-২-২০১৭) ঢাকা সেনানিবাসস্থ কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কোর্স সম্পন্নকারী সকল ফেলো ও ক্যাপস্টোন কোর্সের সম্মানিত এলামনাইগণ উপস্থিত ছিলেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শীর্ষ পর্যায়ের প্রতিনিধি, সামরিক বাহিনীর অফিসারগণ, কলেজের অনুষদ সদস্য ও ষ্টাফ অফিসারগণ সস্ত্রীক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলকে স্বাগত জানান। ক্যাপষ্টোন কোর্স দেশের নীতি নির্ধারণী পর্যায়ের সর্বোচ্চ কৌশলগত প্রশিক্ষণ কার্যক্রম।

পরে, স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে আগত অতিথিবৃন্দের সম্মানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়।

সম্পর্কিত পোস্ট