Home » প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

Author: আইএসপিআর

ঢাকা, ১১ অক্টােবর ২০২১: প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল, এনডিসি এর সাথে আজ সোমবার (১১-১০-২০২১) গণভবন কমপ্লেক্সে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত  সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুর্য়াড (Nathalie Chuard) সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা বন্ধুপ্রতীম দুই দশেরে প্রতরিক্ষাসহ বভিন্নি ইস্যু নয়িে আলোচনা করনে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ  বাঙালি জাতির পিতা  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  সুযোগ্য কন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ, বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে উন্নয়নের  অগ্রযাত্রায় অদম্য গতিতে এগিয়ে  যাচ্ছে বাংলাদেশ। তিনি বাংলাদেশের  এই অগ্রযাত্রায় প্রতিরক্ষা খাতসহ দেশের সার্বিক  উন্নয়নমূলক র্কমকান্ডে  সুইজারল্যান্ডের ধারাবাহিক  সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রদূত নাথালি চুর্য়াড  বাংলাদেশকে  অন্যতম  গুরুত্বপূর্ণ বন্ধুপ্রতীম  দেশ উল্লেখ করে বলেন,  পারস্পরিক স্বার্থ   সংশ্লিষ্ট  বিষয়ে দুই  দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে। রাষ্ট্রদূতের সাথে  সুইজারল্যান্ডের নন- রেসিডেন্ট  ডিফেন্স অ্যাটাশে  কর্নেল  ফ্রানকোয়েস গ্যারোক্স এ সময়  উপস্থিত ছিলেন ।

সৌজন্য সাক্ষাৎ শেষে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের  সিনিয়র সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ডকে উক্ত মন্ত্রণালয়ে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ব্যবহৃত দপ্তর ঘুরিয়ে দেখান।

 

সম্পর্কিত পোস্ট