৩৩৮
ঢাকা, ২১ ডিসেম্বর ২০১৯ : ফেনী গার্লস ক্যাডেট কলেজ এর ১৩তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯ এর সমাপনী ও পুরস্কার বিতরণী আজ শনিবার (২১ ডিসেম্বর ২০১৯) ক্যাডেট কলেজের নিজস্ব মাঠে অনুষ্ঠিত হয়।
বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক- এর এয়ার অফিসার কমান্ডিং, এয়ার ভাইস মার্শাল মুঃ কামরুল ইসলাম, জিইউপি, এনএসডবিøউসি, এএফডবিøউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ১৮ ডিসেম্বর ২০১৯ থেকে ২১ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত অনুষ্ঠিত হয়।
ফেনী গার্লস ক্যাডেট কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৯-এ খাদিজা হাউস চ্যাম্পিয়ন ও আয়েশা হাউস রানারআপ হয় এবং ২০১৯ সালে অনুষ্ঠিত শিক্ষা, সহশিক্ষা এবং ক্রীড়া প্রতিযোগিতাসমূহে সার্বিকভাবে আয়েশা হাউস চ্যাম্পিয়ন ও খাদিজা হাউস রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।