Home » বঙ্গবন্ধুর সামরিক জাদুঘরে প্রদর্শনের জন্য নৌবাহিনী সংক্রান্ত ঐতিহাসিক জিনিসপত্র চাচ্ছে নৌবাহিনী

বঙ্গবন্ধুর সামরিক জাদুঘরে প্রদর্শনের জন্য নৌবাহিনী সংক্রান্ত ঐতিহাসিক জিনিসপত্র চাচ্ছে নৌবাহিনী

Author: আইএসপিআর

ঢাকা, ১২ অক্টোবর ২০২০ঃ রাজধানীর ঢাকায় বিজয় সরণী এলাকায় নির্মাণাধীন ‘বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে’ নৌবাহিনীর অংশে প্রদর্শনের জন্য নৌ ইতিহাস (Maritime History) এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের নৌ অপারেশা›স সংক্রান্ত ঐতিহাসিক জিনিসপত্র (Artifacts), ছবি, অঙ্কন ও নথিপত্র সংগ্রহ করা হচ্ছে। উক্ত জাদুঘরকে সমৃদ্ধ করণে ব্যক্তি/ প্রাতিষ্ঠানিক পর্যায়ে সংরক্ষিত এ জাতীয় দ্রব্যসামগ্রী ও নথিপত্র প্রদানে আগ্রহী ব্যক্তিবর্গকে নিম্নে প্রদত্ত ঠিকানায় যোগাযোগের জন্য বিনীত অনুরোধ করা হলো। দ্রব্যাদি প্রদানকৃত ব্যক্তি/ প্রতিষ্ঠানের নাম জাদুঘরে সংরক্ষণ করা হবে।

যোগাযোগের ঠিকানাঃ নৌবাহিনী সদর দপ্তর/ নৌবাহিনী পর্ষদ, বঙ্গবন্ধু সামরিক জাদুঘর, টেলিফোন নং ঃ ৯৮৩৬৩১৪, মোবাইল নংঃ ০১৭৬৯-৭০৫০৮৭, ০১৭৬৯-৭০৫০৮০ ।

সম্পর্কিত পোস্ট