Home » বঙ্গোপসাগরের গুলিয়াখালী এলাকার গুপ্ত খাল হতে নিখোঁজ চুয়েট ছাত্র নকিবের মৃতদেহ উদ্ধার করেছে নৌবাহিনীর সোয়াডস টিম

বঙ্গোপসাগরের গুলিয়াখালী এলাকার গুপ্ত খাল হতে নিখোঁজ চুয়েট ছাত্র নকিবের মৃতদেহ উদ্ধার করেছে নৌবাহিনীর সোয়াডস টিম

Author: আইএসপিআর

চট্টগ্রাম ১৬ আগস্ট ২০১৭ঃ বঙ্গোপসাগরের গুলিয়াখালি এলাকার গুপ্ত খাল হতে নিখোঁজ চুয়েট ছাত্র নকিব মাহমুদ (২২) এর মৃতদেহ উদ্ধার করেছে নৌবাহিনীর সোয়াডস টিম। নিহত নকিব চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র ছিলেন। গত ১৫ আগষ্ট মঙ্গলবার চুয়েট ছাত্র নকিব মাহমুদ ও তার সহপাঠি ৭/৮ জন ছাত্র-ছাত্রী সীতাকুন্ডের গুলিয়াখালী সী-বিচ বেড়াতে আসে। এসময় তাদের সঙ্গে থাকা দুই ছাত্রী পানিতে নেমে চোরা খালে পড়ে যায়। এসময় নকিব ও অপর এক ছাত্র দূর্ঘটনায় পড়া ঐ দুই ছাত্রীদের উদ্ধারের চেষ্টা করেন। উদ্ধারের চেষ্টার একপর্যায়ে নকিব সমুদ্রে জোয়ারের পানির টানে ভেসে যান। স্থানীয় প্রশাসনের সহায়তা চাওয়ার প্রেক্ষিতে নৌবাহিনীর ১০ সদস্যের একটি সোয়াডস টিম মঙ্গলবার বিকেল হতেই নিখোঁজ ছাত্র নকিবকে উদ্ধারের তৎপরতা শুরু করে। রাতব্যাপী উদ্ধার অভিযান শেষে আজ বুধবার (১৬-৮-২০১৭) দুপুরে সোয়াডস টিম নকিব মাহমুদ এর মৃতদেহ গুলিয়াখালি এলাকার গুপ্ত খাল হতে উদ্ধার করে। উদ্ধারকৃত ছাত্রের মৃতদেহ সীতাকুন্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট