Home » বন্যা কবলিত এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর ত্রাণ বিতরণ

বন্যা কবলিত এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর ত্রাণ বিতরণ

Author: আইএসপিআর

ঢাকা, ২৩ আগস্ট ঃ  বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার এর মাধ্যমে বন্যা কবলিত এলাকায় দুর্গতদের মাঝে অব্যাহতভাবে ত্রাণ সামগ্রী বিতরণ  করা হচ্ছে। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি আজ শুক্রবার (২৩-০৮-২০২৪) বিমান বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে বন্যার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বন্যা কবলিত এলাকায় গমন করেন। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল্স, এশিয়ান পেইন্টস, ইমপ্রেস টেলিফিল্ম এর ‘প্রকৃতি ও জীবন’ সহ সামরিক বেসামরিক সংস্থা বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণের লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনীকে ত্রাণসামগ্রী প্রদান করেছে। 

যেকোন সময় ত্রাণ সামগ্রী বিতরণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ বিমান বাহিনীর বিমানসমূহ প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও ইতিমধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর ডিজেস্টার ম্যানেজম্যান্ট সেল চালু করা হয়েছে। যেকোন মুহুর্তে পরিস্থিতি মোকাবেলায় তারা প্রস্তুত রয়েছে।

সম্পর্কিত পোস্ট