ঢাকা, ২২ মার্চ ২০১৮ ঃ- বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উন্নয়ণশীল দেশের মর্যাদা লাভের সাফাল্য উদযাপনে সরকারের বিভিন্ন কর্মসূচীর অংশ হিসেবে আর্ডম ফোর্সেস ইনষ্টিটিউট অব প্যাথলজি (এএফআইপি) আজ বৃহস্পতিবার (২২ মার্চ ২০১৮) এক স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর অয়োজন করে।
সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল এস এম মোতাহার হোসেন আজ সকালে এএফআইপি-তে এ কর্মসূচী উদ্বোধন করেন। এসময় এএফআইপি-র কমান্ডেন্ট মেজর জেনারেল দেবাশীষ সাহা ও উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সমস্ত্র বাহিনীতে কর্মরত অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার ও অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ এবং বেসামরিক সদস্যবৃন্দ স্বত:স্ফুর্তভাবে স্বেচ্ছায় রক্তদান করেন।
জাতীয় এবং সেনাবাহিনী পর্যায়ে বর্তমান সরকারের আমলে এএফআইপি-র ব্যাপক উন্নয়ন হয়েছে। এ প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগে অত্যাধুনিক যন্ত্রপাতি ক্রয় করে স্থাপন করা হয়েছে। সম্প্রতি এ প্রতিষ্ঠানে Sky Karoytyring microscope with built in FISH Technology মেশিনটি স্থাপন করা হয়েছে। এটি সম্পূর্নরূপে চালু হলে Solid এবং Blood Cancer নির্নয়ের জন্য নমুনা বিদেশে পাঠানোর প্রয়োজন হবেনা।
বাংলাদেশের উন্নয়ণশীল দেশে উত্তরণ উপলক্ষে সেনাবাহিনীর রক্তদান কর্মসূচী
৩০৩