২১৭
ঢাকা, ০৭ ফেব্রুয়ারি ২০২০ (শুক্রবার) ঃ বাংলাদেশে ও ভারতের যৌথ সামরিক মহড়া সম্প্রিতি-৯ ভারতের মেগালয়ে রাজ্যের উমরোই সেনানিবাসে গত ৩ ফেব্রুয়ারি ২০২০ তারিখে শুরু হয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার অংশ হিসেবে এই মহড়াটি আগামী ১৬ ফেব্রুয়ারি ২০২০ পর্ষন্ত চলবে।
এই মহড়ায় বাংলাদেশ হতে ১৬৯ জন অফিসার ও সৈনিক এবং ভারত হতে ১৪২ জন অফিসার ও সৈনিক অংশগ্রহণ করছে। বাংলাদেশ সেনাবাহিনী ৪২তম ইনফেন্ট্রি রেজিমেন্ট এবং ভারত সেনাবাহিনী ২০ বিহার রেজিমেন্ট ১৪ দিন ব্যাপি এই সামরিক মহড়ায় অংশগ্রহণ করছে।
যৌথ এই সামরিক মহড়ার উদ্দেশ্যে হচ্ছে উভয় দেশের সেনা সদস্যদের কাউন্টার টেররিজম বিষয়ে প্রশিক্ষিত করা।