Home » ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ ’ এর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ ’ এর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

Author: আইএসপিআর

ঢাকা,২৪ ডিসেম্বর ২০১৬:- বাংলাদেশ ইন্টারন্যাশন্যাল স্কুল এন্ড কলেজ – এর  বার্ষিক পুরস্কার বিতরণী ও ফলাফল প্রদান অনুষ্ঠান – ২০১৬ আজ শনিবার (২৪/১২/১৬) ঢাকার মহাখালিস্থ নিউ ডিওএইচ এস – এর নিজস্ব স্কুল ও কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর এডজুটেন্ট জেনারেল, মেজর জেনারেল এস এম মতিউর রহমান এবং  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁর সহধমীর্নি বেগম সৈয়দা তৌহিদা আজিজ।
অনুষ্ঠানের শুরুতে বিশেষ অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। প্রধান অতিথি ছাত্র -ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি চারিত্রীক গুণাবলী অর্জনে গুরুত্ব দেন। প্রতিষ্ঠানের ফলাফল ও সহপাঠ কার্যক্রমে ছাত্র-ছাত্রীদের সফলতায় শিক্ষকমন্ডলীর ভূমিকার প্রশংসা করেন। পরে ,মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পরীক্ষার ফলাফল প্রদানের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ,শিক্ষক-শিক্ষিকাগণ, অভিভাবকবৃন্দ ও বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী।

সম্পর্কিত পোস্ট