ঢাকা, ২৩ ফেব্রুয়ারি ২০১৭: বাহান্ন’র ভাষা শহিদদের স্মরণে প্রতি বছরের মত এ বছরও বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এ- কলেজে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৭। দিনের শুরুতে খুব ভোর হতেই ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবকেরা স্কুল প্রাঙ্গনে এসে জড়ো হতে শুরু করেন এবং কালো ব্যাজ ধারণ করেন। একুশের প্রভাত ফেরিতে অধ্যক্ষ কর্ণেল মোঃ আনিসুর রহমান চৌধুরী (অব:)সহ সকলে সারিবদ্ধ হয়ে খালি পায়ে স্কুলের শহিদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। এর পরই শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বীরশ্রেষ্ঠ মহিউদ্দীন জাহাঙ্গীরসহ আরও ৩টি হাউসের প্রধানের সাথে ছাত্র-ছাত্রীরা। মাইকে তখন আবদুল গাফ্ফার চৌধুরীর অমর সঙ্গীত-
“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি”
পরিবেশিত হতে থাকে। পরে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রচনা, চিত্রাঙ্কন ও সুন্দর বাংলা হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ছাত্র-শিক্ষকসহ সকলের অঙ্গীকার ছিল নিয়মিত চর্চার মাধ্যমে বাংলা ভাষাকে সমৃদ্ধ করা এবং এর মর্যাদা সমুন্নত রাখা। দিনটিতে কালো পতাকা ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সর্বশেষে অধ্যক্ষ বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।