Home » বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনী ফুটবল দলের মধ্যে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনী ফুটবল দলের মধ্যে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

Author: আইএসপিআর

ঢাকা, ২৭ আগস্ট ২০১৯ (মঙ্গলবার) ঃ বাংলাদেশ সেনাবাহিনী ও ভারতীয় সেনাবাহিনীর ফুটবল দলের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ আজ মঙ্গলবার (২৭-৮-২০১৯) আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। খেলাটি গোলশূন্য ড্র হয়।

সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উভয় দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় দু’দলের খেলোয়াড় ছাড়াও ঢাকা ও মিরপুর সেনানিবাসের অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার ও অন্যান্য পদবির সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বন্ধুপ্রতিম দু’দেশের নিবিড় সম্পর্ককে আরো সুদৃঢ় করার উদ্দেশ্যে ভারতীয় সেনাবাহিনীর ২০ সদস্যের ফুটবল দল গত ২৫ আগস্ট ২০১৯ তারিখ বাংলাদেশে আগমন করে। বাংলাদেশে অবস্থানকালে ভারতীয় সেনাবাহিনী ফুটবল দল গত ২৬ আগস্ট ২০১৯ তারিখে ঢাকা সেনানিবাসের ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড ফুটবল দলের সাথে একটি প্রীতি ম্যাচে অংশগ্রহণ করে। এছাড়াও তারা বিজয়কেতন জাদুঘর ও মুক্তিযুদ্ধ জাদুঘরসহ কয়েকটি দর্শনীয় স্থান পরিদর্শন করবে। আগামী ২৯ আগস্ট ২০১৯ তারিখ ভারতীয় সেনাবাহিনী ফুটবল দল বাংলাদেশ ত্যাগ করবে।

সম্পর্কিত পোস্ট