২২৯
ঢাকা, ১২ মে ২০১৮ঃ বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে শনিবার (১২-০৫-২০১৮) থেকে শুরু হয়েছে ‘আন্তঃবাহিনী কাবাডি প্রতিযোগিতা-২০১৮’। মিরপুরস্থ নাবিক কলোনীর কাবাডি মাঠে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সহকারী বিমান বাহিনী প্রধান (রক্ষণাবেক্ষণ) এয়ার ভাইস মার্শাল এম কামরুল এহ্সান, বিইউপি, এনডিসি, পিএসসি। এ সময় সশস্ত্র বাহিনীর পদস্থ সামরিক কর্মকর্তাবৃন্দ এবং বিপুল সংখ্যক সামরিক ও বেসামরিক সদস্যগণ উপস্থিত ছিলেন।
পাঁচদিন ব্যাপী এ প্রতিযোগিতায় সেনা, নৌ ও বিমান বাহিনী দলের মোট ৩৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করছে। উদ্বোধনী দিনে নৌবাহিনী বনাম বিমান বাহিনী দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় নৌবাহিনী দল ৪৫-২০ পয়েন্টে বিমান বাহিনী দলকে পরাজিত করে। উল্লেখ্য, আগামী ১৬ মে ২০১৮ তারিখে প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হবে।