৩২৪
ঢাকা, ২৫ নভে¤¦র ২০১৯ঃ- ১৬তম প্রিমিয়ার ডিভিশন কাবাডি লীগে বাংলাদেশ নৌবাহিনী অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। আজ সোমবার (২৫-১১-২০১৯) রাজধানীর গুলিস্থানে কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশ সেনাবাহিনীকে ৩৯-৩৭ পয়েন্টে পরাজিত করে বাংলাদেশ নৌবাহিনী চ্যাম্পিয়ন হয়।
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় গত ২১ সেপ্টে¤¦র থেকে শুরু হওয়া প্রতিযোগিতায় বিভিন্ন জেলা ও সংস্থার মোট ১৫টি দল অংশগ্রহণ করে। প্রথম লীগ ও সুপার লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় নৌবাহিনী প্রতিটি খেলায় জয় লাভ করে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
প্রতিযোগিতায় সেনাবাহিনী রানার্স আপ, বিমান বাহিনী ৩য় ও বিজিবি দল ৪র্থ স্থান অধিকার করে।