১৬৪
ঢাকা, ২০ নভেম্বরঃ- বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি এ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০ নভেম্বর ২০২৪, বুধবার ঢাকাস্থ বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলা এর এ্যাথলেটিক্স মাঠে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চূড়ান্ত দিনের বিভিন্ন প্রতিযোগিতা প্রত্যক্ষ করেন এবং বিজয়ী ও উপবিজয়ীদের মাঝে পদক ও ট্রফি বিতরণ করেন। প্রতিযোগিতায় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলা দল ১০ টি স্বর্ণ, ০৯ টি রৌপ্য ও ১০ টি ব্রোঞ্জ পদক পেয়ে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং ০৪ টি স্বর্ণ, ০২ টি রৌপ্য ও ০৩ টি ব্রোঞ্জ পদক পেয়ে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক দল রানার্স-আপ হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলা দলের এসি-২ সাব্বির প্রতিযোগিতায় সেরা ক্রীড়াবিদ বিবেচিত হয়েছেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিমানসেনা এবং অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। গত ১৮ নভেম্বর ২০২৪ তারিখে স্বাগতিক ঘাঁটি এয়ার অধিনায়ক এয়ার কমডোর মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিক, বিএসপি, জিইউপি, এনডিসি, এএফডবিøউসি, এসিএসসি, পিএসসি প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। উল্লেখ্য যে, ০৩ দিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ বিমান বাহিনীর ০৭ টি দল অংশগ্রহণ করে।