ঢাকা, ১৯ জানুয়ারি: বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন সোমবার (১৯ জানুয়ারি ২০২৬ ) ঢাকা সেনানিবাসস্থ বিমান বাহিনী সদর দপ্তর-এ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি।
সম্মেলনে বিমান বাহিনী প্রধান উপস্থিত বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন। তিনি দেশের আকাশসীমা রক্ষার পাশাপাশি দেশমাতৃকার সেবায় বাংলাদেশ বিমান বাহিনীর অবদানের কথা উল্লেখ করেন। এ সময় তিনি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য বাংলাদেশ বিমান বাহিনীর সকল সদস্যবৃন্দের প্রতি আহবান জানান এবং বিমান বাহিনীর প্রত্যেক সদস্য আগামী দিনে দেশ সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।
পরবর্তীতে, তিনি সম্মেলনে উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সাথে আলোকচিত্রে অংশগ্রহণ করেন।