Home » বাংলাদেশ বিমান বাহিনীর এ্যাথলেটিক্স প্রতিযোগিতা শুরু

বাংলাদেশ বিমান বাহিনীর এ্যাথলেটিক্স প্রতিযোগিতা শুরু

Author: আইএসপিআর

 

ঢাকা, ১৮ নভেম্বরঃ- বাংলাদেশ বিমান বাহিনী আন্তঃঘাঁটি এ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২০ বুধবার (১৮-১১-২০২০) বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু খেলার মাঠে শুরু হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোঃ সাঈদ হোসেন, ওএসপি, বিএসপি, জিইউপি, এনডিসি, পিএসসি আন্তঃঘাঁটি এ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২০ এর শুভ উদ্বোধন করেন।

উক্ত প্রতিযোগিতায় বাংলাদেশ বিমান বাহিনীর ০৭টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী দিনে বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন ঘাটির প্রতিযোগীগণ এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, বিমানসেনা, এমওডিসি এবং অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট