বাংলাদেশ বিমান বাহিনীর বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারী স্কুলের ২৫ বছর পূর্তি ও পুনমির্লনী অনুষ্ঠান অনুষ্ঠিত

বাংলাদেশ বিমান বাহিনীর বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারী স্কুলের ২৫ বছর পূর্তি ও পুনমির্লনী অনুষ্ঠান অনুষ্ঠিত

Author: আইএসপিআর

ঢাকা, ২১ মে:- বাংলাদেশ বিমান বাহিনীর বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারী স্কুলের ২৫ বছর পূর্তি ও পুনমির্লনী অনুষ্ঠান আজ শনিবার (২১-৫-২০১৬) তেজগাঁওস্থ শাহীন হলে অনুষ্ঠিত হয়। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার বিবিপি, এনডিসি, এসিএসসি প্রধান অতিথির আসন অলংকৃত করেন। তিনি সকলের উদ্দেশ্যে তার মূল্যবান বক্তব্য প্রদান করেন, প্রিন্সিপাল, শিক্ষিকা এবং শিক্ষার্থীদের অভিনন্দন জানান । বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারীর প্রিন্সিপাল স্কোয়াড্রন লীডার রোমানা আখতার, পিএসসি বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনমির্লনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ, প্রাক্তন অধ্যক্ষ এবং শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট